Search
Close this search box.
Search
Close this search box.

hackingবিশ্বের ৩০টি দেশে ১০০টিরও বেশি ব্যাংক থেকে কোটি কোটি ডলার লুট করেছে হ্যাকাররা। বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক সফটওয়্যারের মাধ্যমে ব্যাংক সিস্টেমে ঢুকে তারা এই অর্থ অন্যত্র সরিয়ে নিয়েছে।

কম্পিউটার সিকিউরিটি কোম্পানি ক্যাসপারস্কি ল্যাব প্রকাশিত তথ্যের বরাত দিয়ে সম্প্রতি এ খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

chardike-ad

শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, চীন ও ইউরোপের একটি হ্যাকার গ্রুপ ৩০ কোটি মার্কিন ডলার চুরি করেছে। এই ঘটনাকে বিশ্বের অন্যতম বড় ব্যাংক ডাকাতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, হ্যাকাররা তাদের ডাকাতির দায় এড়াতে এই অর্থ কৌশলে অল্প অল্প করে বিশ্বের বিভিন্ন একাউন্টে সরিয়ে নিয়েছে।

হামলায় সবচেয়ে বেশি হ্যাক হয়েছে রাশিয়ার ব্যাংকগুলো। তবে জাপান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকেও অর্থ সরিয়ে নিয়েছে হ্যাকাররা।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, হ্যাকাররা এমনভাবে ব্যাংক সিস্টেমে প্রবেশ করেছে; যা তাদেরকে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট এলাকায় এটিএম মেশিন থেকে টাকা সরিয়ে নিতে সাহায্য করেছে।

তথ্যসূত্র: এএফপি।