অবশেষে আদালতের হস্তক্ষেপেই ১৪ বছর পর স্ত্রী পেয়েছে স্বামীর এবং সন্তান পেয়েছে তার জন্মদাতা বাবার স্বীকৃতি। গাইবান্ধার সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের ছামিনা বেগম ও হিটলু মিয়া (১৩) পারিবারিক আদালতে মামলা রায়ে এই স্বীকৃতি পেয়েছেন।
জানা যায়, সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের মৃত ওছিজ্জামন সরকারের ছেলে হিটলার জাহিদুলের (৪৩) সঙ্গে ভালোবাসা ও দৈহিক সম্পর্কে গড়ে ওঠে একই গ্রামের মুনছের আলীর মেয়ে ছামিনা বেগমের (৩০)। তাদের ভালোবাসা ও দৈহিক সম্পর্কের একপর্যায়ে ১৩ বছর আগে ছমিনা বেগম একটি ছেলে সন্তান জন্ম দেন। সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর মর্যাদার দাবিতে দরিদ্র ছামিনা বেগম স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে মাতব্বরদের কাছে কাকুতি মিনতি করেও ন্যায় বিচার থেকে বঞ্চিত হন।
অবশেষে ২০১২ সালে ১ ফেব্যুয়ারি ছামিনা বেগম সন্তানের পিতৃপরিচয় ও ভরণপোষণের জন্য স্বামী হিটলারের বিরুদ্ধে গাইবান্ধা পারিবারিক আদালতে একটি মামলা করেন।
অবশেষে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ সংক্রান্ত চলমান এই মামলাটি বৃহস্পতিবার আদালতের হস্তক্ষেপেই আপোষ-মিমাংসায় নিষ্পত্তি হয়। সাঘাটা আদালতের বিচারক সহকারি জজ মো. সোয়েব উদ্দিন খান মামলাটি আমলে নিয়ে উভয়পক্ষের বক্তব্য শুনে আপস-মীমাংসার প্রস্তাব দেন। পরে হিটলার সহজেই বিচারকের উপস্থাপিত পরামর্শটি গ্রহণ করেন এবং ছামিনা বেগমকে স্ত্রীর ও সন্তান হিটলুকে ছেলের মর্যাদাসহ ভরণপোষণের দায়ভারগ্রহণ করেন।
বৃহস্পতিবারই উভয়পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান ও আ. ওয়াজেদ মন্ডলের উপস্থিতিতে তাদের বিবাহনামা সম্পন্ন হয়।