Search
Close this search box.
Search
Close this search box.

canadaস্বেচ্ছামৃত্যুর বৈধতা দিয়েছে কানাডা। দেশটিতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা এখন থেকে চাইলে চিকিৎসকের সাহায্য নিয়ে স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারবেন।

কানাডার সুপ্রিম কোর্ট এ আদেশ জারি করেছে। এর আগে ১৯৯৩ সালে স্বেচ্ছামৃত্যু নিষিদ্ধ করা হয়েছিল।

chardike-ad

সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আদালত।

আদালতের আদেশের পর এক বছরের মধ্যে সরকারকে স্বেচ্ছামৃত্যুর আইনটি নতুন করে লিখতে হবে। যদি তা করা না হয় তবে ওই সময়ের পর বর্তমান আইনটি বিলুপ্ত হয়ে যাবে।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুই নারী কেই কার্টার ও গ্লোরিয়া টেইলরের হয়ে ব্রিটিশ কলম্বিয়া সিভিল লিবার্টিস অ্যাসোসিয়েশন বিষয়টি নতুন করে আদালতে আনে। ওই দুই নারী এখন মৃত।

অ্যাসোসিয়েশন সদস্য গ্রেস প্যাস্টিন বলেন, “এটি অবিশ্বাস্য দিন। চিকিৎসকের সাহায্য নিয়ে মৃত্যু এখন বৈধ। এটা এমন একটি চিকিৎসা সেবা যার মাধ্যমে বিশেষ এবং সহ্য করা যায় না এমন কিছু পীড়ার অবসান হবে।”

ইউরোপের কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে স্বেচ্ছামৃত্যু বৈধ।

কানাডার বর্তমান আইন অনুযায়ী, কাউকে আত্মহত্যায় পরামর্শ দেয়া, সাহায্য করা বা সমর্থন দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।