বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য রাতের খাবার দিতে আসা ভ্যান ফেরত পাঠানো হয়েছে।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য খাবার বাইরে থেকে আনা হয়।
বুধবারও রাত পৌনে ৮টার দিকে কিছু খাবার ও পানির বোতল নিয়ে একটি ভ্যান আসে। কিন্তু ভ্যানটি কার্যালয়ে প্রবেশে ব্যর্থ হয়।
বিএনপির দাবি, সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ভ্যানওয়ালাকে ফেরত পাঠান। এ ভ্যান ফের আসতে দেওয়া হবে কি না আমরা নিশ্চিত নই।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কেউ খাবারবাহী ভ্যান ফেরত পাঠানোর বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে খালেদার কার্যালয় এলাকায় দায়িত্বরত গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান।