Waorl-Cupআর মাত্র দুই দিন পরেই মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। শনিবার ম্যাচ শুরু হলেও বৃহস্পতিবারই পর্দা উঠল ক্রিকেট মহাযজ্ঞের।

বৃহস্পতিবার দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে একই সময়ে হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

chardike-ad

অস্ট্রেলিয়ার মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বৌল এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় এ অনুষ্ঠান শুরু হয়। চার ঘণ্টার ধরে চলে এ মনোরম আয়োজন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে স্টার স্পোর্টস, স্কাই স্পোর্টস। আর মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বৌলের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করে ফক্স স্পোর্টস, নাইন নেটওয়ার্ক।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ২৩ বছর পর ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে। ফলে উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সচেষ্ট ছিলেন আয়োজকরা।