কোরিয়ার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ‘ফাস্ট ফুড’ গ্রহণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সরকারিভাবে পরিচালিত একটি সমীক্ষার ফলে এমন তথ্য উঠে এসেছে।
কোরিয়া সরকারের শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত ওই জরিপের ফলাফলে দেখা যায় সপ্তাহে একবারের বেশী ‘ফাস্ট ফুড’ গ্রহণ করে থাকে এমন স্কুল পড়ুয়াদের সংখ্যা ৪ বছরে অন্তত ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের হিসেব অনুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে সপ্তাহে একাধিকবার এসব খাবার গ্রহণের হার যথাক্রমে ৬১.৪ শতাংশ, ৭২.১ শতাংশ ও ৭৪.৩ শতাংশ।
শিক্ষার্থীদের মুটিয়ে যাওয়ার হার ২০১৩ সালের তুলনায় গত বছর কিছু কমলেও এখনও তা ১৫ শতাংশের নীচে নামে নি। একই জরিপ প্রতিবেদন অনুসারে ভারি হয়েছে সকালে নাস্তা না খাওয়া স্কুলগামীদের দলটাও।