Search
Close this search box.
Search
Close this search box.

bangladesh-pakistan

বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হারল বাংলাদেশ। টাইগারবাহিনীর দেওয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে লক্ষে পৌঁছে যায় পাকিস্তান। অপরাজিত ছিলেন সোয়াইব মাকসুদ (৯৩) এবং ওয়াহাব রিয়াজ (২)।

chardike-ad

পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ২য় ওভারের শেষ বলে ব্যক্তিগত ১ রানে উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমদকে প্যাভিলিয়নে ফেরান রুবেল হোসাইন। এরপর ৫.১ ওভারে অপর উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ সেহজাদকে (৫) সাজঘরের পথ দেখান মাশরাফি বিন মুর্তজা।

ইনিংসের ১৫.১ ওভারে তাসকিন আহমেদের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইউনিস খান (২৫)। ২৪.২ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের বল তাসকিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হারিস (৩৯)।

৩৬.৪ ওভারে প্যাভিলিয়নে ফেরেন উমর আকমল (৩৯)। মাশরাফির বলে উইকেট রক্ষক মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি।

ইনিংসের ৪৮তম ওভারের প্রথম বলে সাকিবের বলে ক্যাচ ধরে শহীদ আফ্রিদিকে (২৪) প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন আহমেদ।

এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিডনির ব্ল্যাকপার্ক অলিম্পিক পার্ক ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করে টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং ৮১ রান করেছেন তামিম ইকবাল।

তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক। সোহাইল খানের বলে সোয়াইব মাকসুদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

৭ম ওভারের ১ম বলে হারিস সোহেলের বলে তার হাতে ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল হক (৭)।

এরপর ৩য় উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন তামিম ও মামমুদুল্লাহ। ইনিংসের ৩৯.১ ওভারে দলীয় ১৮৪ রানে আউট হওয়ার আগে ৮৩ রান করেন মাহমুদুল্লাহ।

পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ১০১ বল খেলে ৮১ রান সংগ্রহ করেন তিনি। তামিম আউট হওয়ার পর ক্রিজে গিয়ে ১ম বলেই আউট হন মুশফিকুর রহিম।

৪৭তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। পরের ওভারের ৪র্থ বলে আউট হন সাকিব আল হাসান (৩১)। ইনিংসের শেষ ওভারের ১ম ও ২য় বলে আউট হন মাশরাফি বিন মুর্তজা (২) এবং সাব্বির রহমান (৬)। একই ওভারের ৫ম বলে আরাফাত সানি আউট হলে শেষ হয় বাংলাদেশের ব্যাটিং ইনিংস।

পাকিস্তানের পক্ষে ৫২ রান নিয়ে ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান। এছাড়া ইয়াসির শাহ ২টি উইকেট নিয়েছেন। অন্যদের মধ্যে সোহাইল খান এবং ওয়াহাব রিয়াজ ১টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আনামুল হক, মুমিনুল হক, নাসির হোসাইন, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আরাফাত সানি, সাব্বির রহমান, আল আমিন হোসাইন এবং রুবেল হোসাইন।

পাকিস্তান স্কোয়াড: মিসবাহ উল হক (অধিনায়ক), আহমদে শেহজাদ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, হারিস সোহেল, উমর আকমল, সোয়াইব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, সোহাইল খান, ইহসান আদিল, নাছির জামসেদ, ওয়াহাব রিয়াজ এবং রাহাত আলি।