Search
Close this search box.
Search
Close this search box.

soudiপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, হাউসকিপিং, ড্রাইভিং, কন্সট্রাকশনসহ ১০টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রতিমাসে ১০ হাজার করে কর্মী নেবে সৌদি আরব। এক্ষেত্রে তাদের অভিভাসন ব্যয়, ভিসা খরচ, যাওয়া-আসার টিকেট খরচ সম্পূর্ণ বহন করবে সৌদি কোম্পানিগুলো। সর্বনিম্ন বেতন হবে ২৫ হাজার টাকা।

সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

chardike-ad

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে পর্যবেক্ষণ ও চুক্তি করতে গতকাল রোববার দুপুরে ঢাকায় আসে সৌদি আরবের ১৬ সদস্যদের একটি প্রতিনিধি দল।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪ দিনের সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ একাধিক মন্ত্রী ও শ্রম সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যরা। জনশক্তি নেওয়ার বিষয়ে চুক্তি করবে এই দলটি। সেই সঙ্গে শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্রও ঘুরে দেখবেন তারা।