
ইন্টারনেটের নেশা থেকে মুক্তি পেতে এক চীনা কিশোর রান্নাঘরের চাকু দিয়ে নিজেই নিজের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছেন। তবে ডাক্তাররা হাতটি সংযুক্ত করতে সক্ষম হয়েছেন।
সম্প্রতি চীনের জিয়ংসু প্রদেশের ন্যানটং নামক স্থানে এই ঘটনা ঘটেছে।
মেইল অনলাইনের খবরে জানানো হয়েছে, ১৯ বছর বয়সী ওয়াং নামের ওই তরুণের বাসা থেকে ইন্টারনেট দূরে রাখতে বলা হয়েছিল। কিন্তু তিনি কিছুতেই ইন্টারনেট আসক্তি থেকে বের হতে না পেরে জনসম্মুখে বেঞ্চে বসে তার বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেন।
ওয়াংয়ের মা সাংবাদিকদের বলেন, আমরা আশা করিনি যে এমন কিছু ঘটবে। এটা সম্পূর্ণ আমাদের ধারণার বাইরে। ওয়াং অনেক স্মার্ট একটি ছেলে।’
যে বেঞ্চে ছেলেটি তার হাত কেটেছিল সে বেঞ্চটি রক্তাক্ত অবস্থায় স্থানীয় টেলিভিশনে দেখানো হয়েছে।
ডাক্তাররা বলছেন, তার হাত জোড়া লাগানো গেলেও তার হাত পুরোপুরি সচল হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে।
গত বছর ডিসেম্বরে একটি গবেষণায় প্রকাশ পেয়েছে যে এশিয়ার ৭ দশমিক ১ শতাংশই ইন্টারনেটে আসক্ত।