দীর্ঘদিন পর সৌদি আরবের শ্রমবাজার খুলেছে, আর সেই সুযোগ লুফে নিয়ে দেশটিতে ২০ লাখ কর্মী পাঠাচ্ছে সরকার। সৌদি যেতে অপেক্ষমান এ কর্মীদের মধ্যে পাঁচ লাখ নারীসহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত প্রকৌশলী, সেবিকা ও গাড়িচালক রয়েছেন।
বৃহস্পতিবার সৌদি আরবভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল শহীদুল করিম এবং সৌদি শ্রম মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে ‘২০ লাখ কর্মী পাঠাচ্ছে ঢাকা’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সৌদির শ্রমবাজারে কর্মী নিয়োগের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে বাংলাদেশ এ ২০ লাখ কর্মী পাঠাচ্ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অপেক্ষমান কর্মীরা দেশজুড়ে স্থাপিত ৬৪টি বিশেষ কেন্দ্র থেকে প্রশিক্ষপ্রাপ্ত।
এ বিষয়ে কনসাল জেনারেল শহীদুল করিম বলেন, স্থাপিত ৬৪টি কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ লাখেরও বেশি মানসম্পন্ন কর্মীর তালিকা তৈরি করে ফেলেছে সরকার।
মধ্যপ্রাচ্যের এ সর্ববৃহৎ শ্রম বাজারে এখন প্রায় ১২ লাখ বাংলাদেশি কাজ করছেন।