sumonকনা রেজা’র গল্প অবলম্বণে নির্মিত প্রথম ধারাবাহিক নাটক শূন্য জীবনে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। নাটকটি আজ থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হতে যাচ্ছে। ধারাবাহিকটি প্রচার হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে।

ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হান্নান শেলী, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, স্বাগতা, মৌসুমী নাগ, আলভী, নওশাবা, অর্ষা, সাজু খাদেম, প্রাণ রায়,  হাবিবুল বাশার সুমন, রওনক হাসান, আদ্নান ফারুক হিল্লোল প্রমুখ।

chardike-ad