বঙ্গবন্ধু গোল্ডকাপে টিকে থাকার লড়াইয়ে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ ড্র করে এক পয়েন্ট পেলেই চলে যাবে শেষ চারে আর শ্রীলংকাকে শেষ চারে যেতে হলে আজ জিততেই হবে।
আগের দিন মালয়েশিয়ার কাছে শ্রীলংকা ২-০ গোলে হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য সমীকরণ সহজ হয়েছে। ড্র করলেই স্বাগতিকরা খেলবে শেষ চারে। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ দলের ডাচ কোচ ডি ক্রুইফ বলেন,ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছে। ভালো খেলে সুযোগ কাজে লাগাতে চাই।
কোচের সঙ্গে সুর মিলিয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম বলেন যে কোনো উপায়ে তিন পয়েন্ট চাই। মালয়েশিয়ার কাছে হারার পর সবার মন খারাপ। তবে আমরা ঘুরে দাঁড়াতে পারব, এই বিশ্বাস সবার মধ্যে আছে।
শ্রীলংকান কোচ বলেন,টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমরা গর্বিত। গত দুই মাস আমরা অনুশীলন ক্যাম্প করে এখানে এসেছি। দলে ইনজুরি সমস্যা থাকলেও সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। লংকান অধিনায়ক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে আমরা ভালো একটি ম্যাচ খেলতে চাই।