
জাতিসংঘের মানবাধিকার বিভাগের দূত হিসেবে কাজ করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি এ অভিনেত্রী তার কাজের অংশ হিসেবে গিয়েছিলেন উত্তর ইরাকের একটি শরণার্থী শিবিরে। এ সময় জঙ্গি সংগঠন আইএসআইএস দ্বারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন এ অভিনেত্রী।
২৫ জানুয়ারি, বুধবার জাতিসংঘের দুই দিনের একটি সফরে উত্তর ইরাকের কুর্দিস্তানে গিয়েছিলেন জোলি। এ সময় শরণার্থী শিবিরের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্নভাবে সাহায্য করেন ৩৯ বছর বয়সি এ তারকা ।
২০১৪ সালের ডিসেম্বরে তৈরি হয় ‘খানকে ক্যাম্প’ নামের এ শরণার্থী শিবির। এখানে বসবাসরত সকল মানুষই আইএসআইএস সংগঠন দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ।
জোলি বলেন, যেসব শিশু তাদের পিতা-মাতা হারিয়েছে তারা এখানে বসবাস করছে। এখানে ১৯ বছর বয়সি একজন শিশু রয়েছে, যে কিনা তার পরিবারের একজন মাত্র উপার্জনক্ষম সদস্য। সে একা তার সাত ভাই-বোনের ভরণ-পোষণের যোগান দিচ্ছে।
তিনি আরও বলেন, এখানে একজন মা রয়েছে যার সন্তানকে আইএসআইএস জিম্মি করেছে। একজন মা হিসেবে আমি এর চেয়ে ভয়ংকর কিছু ভাবতে পারছি না।