MICROSOFTবাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি খাতের প্রতিযোগিতা ‘মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০১৫’। আন্তর্জাতিক এ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা এবার ১৩ বছরে পদার্পণ করবে। বাংলাদেশের তরুণ-তরুণীরা এবারই প্রথম এ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। মাইক্রোসফট ট্যালেন্ট হান্টের প্রথম পর্বে বিজয়ীরা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন। ১৩ থেকে ২২ বছর বয়সী যে কেউ অংশ নিতে পারবেন এ প্রতিযোগিতায়। মাইক্রোসফট অফিস ও এক্সেল ব্যবহারে দক্ষতা প্রমাণ করে জিতে নিতে পারবেন বিশ্বসেরা খেতাব।

গত বছর ৪০টির বেশি দেশ থেকে সাড়ে সাত লাখের বেশি প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশে এ প্রতিযোগিতার সামগ্রিক আয়োজন ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকছে ডিজিকন ও মাইক্রোসফট বাংলাদেশ। এছাড়া গোটা আয়োজনের প্রমোশন ও অ্যাক্টিভেশন কার্যক্রমের দায়িত্ব পালন করবে শীর্ষস্থানীয় সংস্থা কুল এক্সপোজার। গতকাল সকাল সাড়ে ১০টায় নিকুঞ্জ রাজউক ট্রেড সেন্টারে ডিজিকনের কার্যালয়ে এ বিষয়ে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয় দুই পক্ষের মধ্যে। ডিজিকনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ ও কুল এক্সপোজারের প্রধান নির্বাহী এরশাদুল হক টিংকু চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিজিকনের পরামর্শক গৌরব গুপ্ত, প্রশাসন বিভাগের প্রধান আশরাফুজ্জামান, সিনিয়র এক্সিকিউটিভ নাবিলা শারমিন এবং কুল এক্সপোজারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান মিথুনসহ অন্যরা।

chardike-ad