‘পার্সোনাল জিএসএম নেটওয়ার্ক’ প্রযুক্তি তৈরি করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজিব হাসান ও হাবিবুর রহমান। গবেষণা তত্ত্বাবধানে ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। রাজিব হাসান জানান, ‘পার্সোনাল জিএসএম নেটওয়ার্ক’ প্রযুক্তি কাজে লাগিয়ে অল্প খরচে মোবাইল নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। এ জন্য তৈরি করা হয়েছে জিএসএম (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল) প্রযুক্তিনির্ভর মোবাইল বেইজ স্টেশন।
এ নেটওয়ার্কের মাধ্যমে বিনা মূল্যে কমিউনিটি মোবাইল যোগাযোগ গড়ে তোলা যাবে। অর্থাৎ একাধিক ব্যক্তি কোনো মোবাইল অপারেটরের সংযোগ ছাড়াই কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি তারবিহীন পিএবিএক্স সুবিধাও পাওয়া যাবে। লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুতে চলা সার্ভার কম্পিউটার নিয়ন্ত্রিত এ নেটওয়ার্কে ইতিমধ্যে একসঙ্গে ১০টি ফোন কল করা সম্ভব হয়েছে। সর্বোচ্চ এক হাজার মোবাইল ডিভাইসে এ সুবিধা পাওয়া যাবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রকল্পটি প্রদর্শিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।