crickter-bcb

নতুন বছরে বাংলাদেশি ক্রিকেটারদের বেতন থাকছে অপরিবর্তিত। তবে বেতন না বাড়লেও চুক্তিতে বাড়ছে ক্রিকেটারদের সংখ্যা। গত বছরের চুক্তিতে থাকা ১২ জন থেকে নতুন চুক্তিতে বাদ পড়েছেন আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী।

chardike-ad

আর এবার নতুন ক্রিকেটারদের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। নতুন ক্রিকেটারদের মধ্যে চুক্তির তালিকায় যোগ হয়েছেন আরফাত সানি, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম।

বিসিবি সূত্রে জানা গেছে, এ+গ্রেডভুক্ত ক্রিকেটারদের মাসিক বেতন ২ লাখ টাকা। এ গ্রেডভূক্ত ক্রিকেটারদের বেতন ১ লাখ ৭০ হাজার টাকা, বি গ্রেডভুক্ত ক্রিকেটারদের বেতন ১লাখ ১০ হাজার টাকা, সি গ্রেডভূক্ত বেতন ৯০ হাজার টাকা, ডি গ্রেডভূক্ত ক্রিকেটারদের বেতন ৬০ হাজার টাকা। এছাড়া অধিনায়ক এবং সহঅধিনায়কের দায়িত্ব পালনকারীরা বোনাস হিসেবে (বেতনের বাইরে) পাবেন ২০ হাজার ও ১০ হাজার টাকা করে।

ক্রিকেটারদের নতুন চুক্তি এবং বেতন:

(এ+) মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। (২ লাখ টাকা)
(এ) মাহমুদউল্লাহ। (১ লাখ ৭০ হাজার টাকা)
(বি) রুবেল হোসেন, নাসির হোসেন ও ইমরুল কায়েস। (১লাখ ১০ হাজার টাকা)
(সি) এনামুল হক, মুমিনুল হক ও শফিউল ইসলাম। (৯০ হাজার টাকা)
(ডি) তাইজুল ইসলাম, আল আমিন ও আরাফাত সানি। (৬০ হাজার টাকা)