rijbiদাবি আদায় না হওয়া পর্যন্ত ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে তিনি ইসলামের ‘সবক’ দেয়ায় আওয়ামী লীগকে ভণ্ড প্রতারক বলে আখ্যায়িত করেন।

রোববার দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

chardike-ad

রুহুল কবির রিজভী বলেন, ইজতেমার সময় অবরোধ কর্মসূচি চালু থাকায় আলীগের নেতাদের সমালোচনার জবাবে রিজভী বলেন, যারা হেফাজতের সমাবেশে রাতের আধারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, যাদের গণজাগরণ মঞ্চ মহানবী সা: সম্পর্কে কটূক্তি করেছে, যাদের মন্ত্রী হজ, মহানবী সা: ও তাবলিগ সম্পর্কে কটূক্তি করে জেলখানায় জামাই আদরে আছেন তাদের মূখে ইসলামের সবক দেয়া ভণ্ডামি ও প্রতারণা ছাড়া কিছুই নয়। তাদের অবস্থা হয়েছে, সাত শ ইঁদুর খেয়ে বিড়ালের তীর্থে যাওয়ার মতো।

দাবি আদায় হওয়া পর্যন্ত জোটের অবরোধ চলবে উল্লেখ করে জোটের নেতাকর্মীদের প্রতি সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানান তিনি।