Rubel Hossain

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিশ্বকাপে খেলতে কোনো বাঁধা নেই।

chardike-ad

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পেও যোগ দিবেন রুবেল।

চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় রোববার জামিন পেয়েছেন রুবেল হোসেন। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালত তার জামিনের আদেশ দেন।

এর আগে সকালে একই আদালতে জামিনের আবেদন করেন ক্রিকেটার রুবেল। উভয়পক্ষের শুনানি শেষে দুপুরে আদালত তার জামিন দেন। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেট আনোয়ার সাদাতের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠান আদালত।

গত ১৩ ডিসেম্বর ২০১৪ চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন।