rubel-happy

চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর ধর্ষণ মামলায় জামিন পেলেন বিশ্বকাপ দলের ক্রিকেটার রুবেল হোসেন।

chardike-ad

রোববার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এ আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার রুবেলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহাগর হাকিম আনোয়ার সাদাত।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দলে রয়েছেন রুবেল। বিশ্বকাপ সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল সোমবার। বিশ্বকাপ উপলক্ষে ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।

বিয়ের প্রতিশ্রুতিতে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন হ্যাপী।