বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা হয়নি ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ’র। টেলিফোনে অমিত শাহ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একাত্তর টেলিভিশনকে এ কথা জানিয়েছেন বলে দাবি করেছে চ্যানেলটি। শনিবার সন্ধ্যায় একাত্তর টিভি এ খবর প্রচার করে।
সন্ধ্যা সাতটায় একাত্তর টিভির প্রতিবেদনে বলা হয়, তাদের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা অমিত শাহ’র ব্যক্তিগত মোবাইল ফোনে কথা বলেছেন।
একাত্তর জানায়, অমিত শাহ’র ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরটি রুপা সংগ্রহ করেন বিজেপির অন্যতম মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর কাছ থেকে। প্রায় ২০ ঘণ্টার চেষ্টার পর একাত্তর টেলিভিশনের প্রতিনিধি অমিত শাহকে টেলিফোনে পান বলে দাবি করে একাত্তর টিভি।
একাত্তর টেলিভিশন তাদের প্রতিবেদনে অমিত শাহ’র সঙ্গে আলাপের রেকর্ড শোনায়। সেখানে মাত্র দু’টি বাক্য শোনা গেছে। এর মধ্যে একটি হলো- “দিস ইজ অ্যা ফেইক নিউজ।”