সিরিয়ার বিভিন্ন কারাগারে গত ২০১৪ সালে অন্তত দুই হাজার একশ কয়েদীর মৃত্যু হয়েছে। অনেক লাশে মিলেছে নির্যাতনের চিহ্ন। বিট্রেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে।
আটক ও নিহতদের পরিবারের বরাত দিয়ে সংস্থাটি বলেছে, যেসব পরিবার লাশ কিংবা ডেথ সার্টিফিকেট পেয়েছে সে হিসেবে দুই হাজার একশ জনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি হবে।
সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কারা কর্তৃপক্ষ পরিবারগুলোর কাছে বলেছে, স্বাভাবিক কারণেই (যেমন-হার্ট অ্যাটাক) তাদের মৃত্যু হয়েছে। তবে সিরিয়া সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। ২০১৪ সালের মার্চ মাসে জাতিসংঘের তদন্ত দল বলেছিল, সিরিয়ার সামরিক বাহিনী, নিরাপত্তা সংস্থা ও সরকারবিরোধীরা সন্দেহজনক যুদ্ধাপরাধে জড়িত। দেশটির কারাগারে নির্যাতন, হত্যা ও অনাহারে রাখার বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানিয়েছিল ওই তদন্ত দল।
প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। কিন্তু নিরাপত্তাবাহিনী তাতে নিষ্ঠুর দমন-পীড়ন চালালে তা গৃহযুদ্ধে রুপ নেয়। জাতিসংঘের পরিসংখ্যান মতে, এ পর্যন্ত সিরীয় সংঘর্ষে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে শুধু ২০১৪ সালেই নিহত হয়েছে ৭৬ হাজার। – রয়টার্স