Search
Close this search box.
Search
Close this search box.
SHEIK7প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আন্দোলনের নামে বিএনপি এখন যা করছে তা আন্দোলন নয়; সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড।”
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে বাংলাদেশ অর্থনীতি সমিতি দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে না পেরে, জামায়াতের মতো আচরণ করছে।”
প্রধানমন্ত্রী বলেন, “৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হয়েছে। নির্বাচন না হলে, দেশে জরুরি অবস্থা জারি হতো, অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতো।”
শেখ হাসিনা বলেন, “পদ্মাসেতু, সমুদ্রসম্পদ ও প্রাকৃতিক গ্যাসসহ দেশের অনেক সম্পদই একটি মহল দখল করে লুট করতে চেয়েছিল।”
দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত তার সরকার নেবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।