‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তিতে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশ করতে না পারলেও আবারো সেই সমাবেশ করার ঘোষণা দিতে পারে বিএনপি। যে কোনো সময় ওই সমাবেশের তারিখ ঘোষণা হতে পারে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা হলেও দু’একদিনের মধ্যেই ঢাকায় ওই সমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিএনপির।
দিন ঠিক হলে সমাবেশ সফল করতে ইতিমধ্যেই দলীয় নেতাদের সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।