Search
Close this search box.
Search
Close this search box.

নতুন বছরে দক্ষিণ কোরিয়ায় ক্রেডিট কার্ডে লেনদেনের আর্থিক অংক ৭০০ ট্রিলিয়ন উওন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো খুব বেশী লাভবান হবে না। দেশটির বৃহত্তম ব্যাংকিং গ্রুপ কেবি ফিন্যান্সিয়ালের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

korea kb credit card userগেলো বছরে কোরিয়ায় ক্রেডিট কার্ড ব্যবহারের আর্থিক মূল্যমান ছিল ৬৯০ ট্রিলিয়ন উওন যা চলতি বছর ৭০১ ট্রিলিয়ন উওনে উন্নীত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এর আগে ২০১১ সালে দেশটিতে এ অংক প্রথমবারের মতো ৬০০ ট্রিলিয়ন উওনের মাইলফলক অতিক্রম করে।

chardike-ad

১৯৯৭ সালে কোরিয়ায় অর্থনৈতিক মন্দার পর কোরিয়া সরকার অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে ক্রেডিট কার্ড ব্যবহারে জনগণকে উৎসাহী করতে তুলতে শুরু করে।

তবে কার্ড ব্যবহারের মোট আর্থিক অংক বাড়লেও লেনদেনের সংখ্যা ও অগ্রিম ক্যাশ সার্ভিসের ব্যবহার অপরিবর্তিত থাকার বা আরও কমে যাওয়ার শঙ্কা রয়েছে। তেমন কিছু হলে ব্যাংকিং সেবাদাতারা এ বর্ধিত আর্থিক অংক থেকে সেভাবে মুনাফা পাবেন না বলেই গবেষকরা ধারণা করছেন।