Search
Close this search box.
Search
Close this search box.

teitter

ফেসবুকের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এবার নয়া পরিষেবা আনল টুইটার। যার পোশাকি নাম- হোয়াইল ইউ আর অ্যাওয়ে।

chardike-ad

মাইক্রো ব্লগিং সাইট টুইটার যে টুইটটি জনপ্রিয় বলে মনে করবে, সেটিকে ব্যবহারকারীর টুইটার পেজের ওপরের দিকে দেখানো হবে। যা অনেকটা ফেসবুকের জনপ্রিয় নিউজ ফিডের মতো। এমনটাই জানাচ্ছে দ্য গার্ডিয়ান।

রিপোর্টে প্রকাশিত, বিজ্ঞাপন ও প্রমোশনাল টুইট ছাড়া এভাবে কোনো পোস্টকে শীর্ষে দেখাতো না টুইটার।

টুইটারের পক্ষ থেকে এক বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘এবার থেকে আপনি যখনই লগ ইন করবেন, আপনি পাবেন এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।’ তাদের নয়া এই পরিষেবার লক্ষ্য, দিনভর লাখো টুইটের মধ্যে যেন জনপ্রিয় ও প্রয়োজনীয় টুইটটি হারিয়ে না যায়।