বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এ সময় বাংলামোটর এলাকায় মিছিল থেকে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে মিছিল থেকে প্রায় দুই ডজন ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
রোববার দুপুর আড়াইটার দিকে রাজধানীর হাতিরপুল ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিলটি বাংলামোটর এলাকায় পৌছে অন্তত ৫০টি যানবাহন ভাঙচুর করেছে।
সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে বের হওয়া ওই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রদলকর্মী অংশ নেন। মিছিলে আরো ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. রাসেল, আব্দুল করিম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা আবুল বাশার সিদ্দিকী, মাঈনুল ইসলাম, নজরুল ইসলাম নাহিদ, রওনকুল ইসলাম শ্রাবন, রোকনুজ্জামান রোকন, লিংকন আশরাফ, রিজভী আহমেদ, জাহাঙ্গীর আলম, আসাদ, নাজমুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ভাঙচুরের ঘটনা শুনেছি। এটা ইস্টার্ন প্লাজার বিপরীত পাশে ঘটেছে। এলাকাটি কলাবাগান থানার সীমানায়।’
কলাবাগান থানার এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাস্তায় দাড়ানো অবস্থায় বিভিন্ন পরিবহনের গাড়ি ভাংচুরের খবর পেয়েছেন তারা।
গাড়ি ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এ ছাড়া ভাঙচুরের সময় আহত হন এক রিকশাচালক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর এজিবি কলনি এলাকায় বিকেল ৪টার দিকে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কিছু যুবক এসে গাড়িতে হামলা শুরু করে। পরে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।