Search
Close this search box.
Search
Close this search box.

আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় রবিবার বেলা সোয়া তিনটার দিকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন। এ সময় বিসিবির নির্বাচকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

BCB logo_63 (2)_0_0 (Custom)

chardike-ad

১৫ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দলঃ

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, নাসির হোসেন, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুমিনুল হক, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আরাফাত সানী, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম।

এছাড়া অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্পে দলকে সহযোগিতা করতে ও সম্ভাব্য ইনজুরির বিষয়টি মাথায় রেখে আরও অতিরিক্ত দুইজন খেলোয়াড় দলের সাথে থাকবেন। এদের একজন শফিউল ইসলাম। তবে অন্যজনের নাম নির্বাচকরা এখনও চূড়ান্ত করে উঠতে পারেন নি। অবশ্য বিসিবি সভাপতি জুবায়ের হোসেন লিখনের অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন।

দলটির মাত্র ৬ জন সদস্যের এর আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর। গ্রুপপর্বে পুল ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।