Police

তথ্য প্রযুক্তিতে নানাভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। থ্রি-জি চালুর পর বাংলাদেশ এখন প্রস্তুত এলটিই গ্রহণের জন্য। উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে প্রযুক্তির আরো নানা দিকের ব্যবহার। প্রযুক্তির ছোঁয়া লেগেছে বাংলাদেশ পুলিশেও। সম্প্রতি পরিধানযোগ্য ক্যামেরা যোগ হয়েছে পুলিশ বাহিনীতে। আপাত পরীক্ষামূলক পর্যায়ে আছে প্রযুক্তির নতুন এই ব্যবহার।

chardike-ad

আপাতত ঢাকা শহরের ট্রাফিক ম্যানেজমেন্টে থাকা পুলিশ সদস্যদের মধ্য থেকে ১৫ জনকে বিশেষ ক্যামেরা দেওয়া হয়েছে।

ক্যামেরাটি দিয়ে ৬০ মেগাপিক্সেল আকারের ছবি তোলা যাবে। অডিও-ভিডিও স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে টানা আট ঘণ্টা। ফলে রাজধানীতে বেপরোয়া গতিতে চলা গাড়িগুলোকে সনাক্ত করা যাবে সহজেই। এতে কমে যাবে এলোপাতাড়ি গাড়ী চালানোর প্রবণতাও।

পরীক্ষামূলক পর্যায়ে সুফল পাওয়া গেলে আরো ৪০০টি ক্যামেরা যোগ হবে ট্রাফিক ম্যানেজমেন্টে। এই ক্ষেত্রে সফলতা পাওয়া গেলে পুলিশের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করা হবে পরিধানযোগ্য ক্যামেরা।