mamta-banerjee-in-twteerপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছুর সমালোচনা অথবা প্রশংসা সবকিছুই প্রকাশ করতেন ফেসবুকে। নিজের মতামতও সবার কাছে পৌঁছে দিতেন সেই ফেসবুকের মাধ্যমেই। এমনকি তিনি জনসংযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন ফেসবুককে। এবার তার আত্মপ্রকাশ ঘটল মাইক্রো ব্লগিং সাইট টুইটারে।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ১৬তম প্রতিষ্ঠা দিবসে টুইটারে অ্যাকাউন্ট খুলেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

chardike-ad

দলীয় সংসদ সদস্য ডেরেক ও ব্রায়ন জানান, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই টুইটারে অ্যাকাউন্ট খোলেন মুখ্যমন্ত্রী। আগে থেকেই তার নামে একাধিক টুইটার অ্যাকাউন্ট থাকলেও এটাই তার অফিসিয়াল। এতে তিনি টুইট করেছেন- মানুষের উন্নয়নে তিনি কাজ করে যেতে বদ্ধপরিকর। তার জন্য সকলের আন্তরিক সহযোগিতাও চেয়েছেন।

উল্লেখ্য, প্রচার ও জনসংযোগের অন্যতম মাধ্যম হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের প্রায় সব প্রথম সারির নেতারই অ্যাকাউন্ট রয়েছে টুইটারে। সেখানেই তারা তাদের মত প্রকাশ করেন। এবার সেই তালিকায় যুক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই তাকে অনুসরণকারীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায় ওইদিন।