eve-teasingব্রিটেনের হাসপাতালগুলোতে যৌন হয়রানীর ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে ১ হাজার ছয়শ’র বেশি যৌন হামলার অভিযোগ উঠেছে। এ সব অভিযোগের মধ্যে ১৫৭ ধর্ষণসহ মোট ১৬১৫টি যৌন সহিংসতার ঘটনা রয়েছে। ২০১১ সালের পর দেশটির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যৌন সহিংসতার ঘটনা ৫০ শতাংশ বেড়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

এতে আরো বলা হয়, লন্ডনের হাসপাতালগুলোতে গত বছর ১৭টি ধর্ষণ এবং ১২৪টি যৌন হামলার ঘটনা অভিযোগ পেয়েছে মেট্রোপলিটন পুলিশ। হাসপাতালের মানসিক ইউনিটগুলোতে এ জাতীয় সমস্যা অনেক বেশি প্রকট বলে এতে উল্লেখ করা হয়েছে। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস’এর ওয়ার্ড, বেসরকারি ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যৌন হামলার ঘটনাবলী এ হিসাবের মধ্যে ধরা হয়েছে।

chardike-ad

কিন্তু এ সত্ত্বেও সরকারি কৌশুলিরা বলেছেন, হাসপাতালগুলোতে যৌন হামলার ঘটনার ৯০ ভাগই প্রকাশিত হয় না। ব্রিটেনের হাসপাতালগুলোতে যৌন হয়রানির প্রকৃত ঘটনা যে অনেক বেশি তাই এর মধ্য দিয়ে ফুটে উঠেছে।