এবারই প্রথম দেশের অন্যতম ফুটবল ক্লাব শেখ জামাল ২৭ ডিসেম্বর মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে অংশ নেয়া কোন দেশের ক্লাবের বিপক্ষে। ২৫ তারিখ বাংলাদেশে পা রাখবে দক্ষিণ কোরিয়ার শক্তিশালী ক্লাব বুসান আই পার্ক। সেজন্য নিয়মিত অনুশীলন করছে কিংস কাপ চ্যাম্পিয়ন শেখ জামাল।
এদিকে শুধু ক্লাব বুসানই নয়, ক্লাবটির সাথে বাংলাদেশে আসছেন দেশটির ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ কর্মকর্তাও, এমনটাই জানালেন বাফুফে প্রধান কাজী সালাহউদ্দিন। ফুটবল উন্নয়নে দুই দেশের মধ্যে হতে পারে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও।
২৬ ডিসেম্বর দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। এসময় দেশের ফুটবল উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সাথে বেশ কিছু চুক্তি হতে পারে বলেও আভাস দেন তিনি।
এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপের আগে নতুন কোচ আনলে, দলের সাথে খাপ খাইয়ে নিতে সমস্যা হবে বলেই ক্রুইফকে স্বল্পমেয়াদে আবারও আনা হচ্ছে বলেও জানিয়েছেন বাফুফে সভাপতি।
অন্যদিকে দেশের ফুটবলের দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবল ভ্যেনু হিসেবে সিলেট স্টেডিয়ামটি নিয়ে নানা পরিকল্পনার কথাও জানান কাজী সালাউদ্দিন।
এদিকে, স্বল্প সময়ের মধ্যে মামুনুলরা নতুন কোচের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না বলেই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আগে তাদের সঙ্গে যোগ দিবে সদ্যবিদায়ী কোচ ডি ক্রুইফ এমনটাই জানান বাফুফে সভাপতি।