আমির খানের নতুন সিনেমা ‘পিকে’র আয় দিন দিন বেড়েই চলেছে। মুক্তির প্রথম তিন দিনে সাড়ে ৯২ কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি।
Boxofficeindia.com এর এক খবরে বলা হয়েছে, প্রথম দিনে সিনেমাটি ২৬ কোটি, দ্বিতীয় দিনে সাড়ে ২৯ কোটি রুপি আর তৃতীয় দিনে আয় করেছে ৩৭ কোটি রুপি।
গত শুক্রবার সিনেমাটি মুক্তি পায়।
প্রতিবেদনে জানানো হয়, পিকের এই ধারাবাহিকতা যদি চলতে থাকতে তবে তা বক্সঅফিসে সফল যে কোনো সিনেমার আয়কে ছাড়িয়ে যাবে।
‘পিকে’ সিনেমার পরিবেশক মাল্টিমিডিয়া কম্বাইনস এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন বেশি ব্যবসা করেছে পিকে। এরপর তৃতীয় দিন সাপ্তাহিক ছুটি থাকায় তা দ্বিতীয় দিনের আয়কেও ছাড়িয়ে গেছে। আজ চতুর্থ দিন চলছে।
উল্লেখ্য, মুক্তির পর থেকেই এই ছবিকে নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি। ভারতীয় ফিল্ম বাজারের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে এমনই ধারণা সবার।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
নিচের লিঙ্ক থেকে সিনেমটি ডাউনলোড করে দেখতে পারেনঃ
http://seenupload.com/seenupload2.html
http://doridro.com/forum/viewtopic.php?f=30&t=1304719