Search
Close this search box.
Search
Close this search box.

north-koreaউত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সোমবার নিরাপত্তা পরিষদে দেশটির ওপর নজরদারি বৃদ্ধির কথা ঘোষণার পর সেখানকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার বিবিসি বাংলা এক খবরে জানিয়েছে, মাত্র কদিন আগেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই পিয়ংইয়ংকে সনি পিকচার্স কর্পোরেশনে সাইবার আক্রমণের জন্য অভিযুক্ত করে।

chardike-ad

পিয়ংইয়ং এর বাসিন্দারা বলছেন, সোমবার দেশটিতে বছরের সবচেয়ে খারাপ ইন্টারনেট সংযোগ ছিল। এক পর্যায়ে তা পুরোপুরি ভেঙ্গে পড়ে।

তবে ঠিক কি কারণে এমনটি হচ্ছে তা কেউ নিশ্চিত নন।

বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি ত্রুটির কারণে এমনটা হতে পারে।

তবে অনেকেরই আশংকা, হয়তো সনি পিকচার্স কর্পোরেশনে চালানো উত্তর কোরিয়ার সাইবার আক্রমণের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে সোমবারই প্রথমবারের মত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কেবলমাত্র দেশটির পারমানবিক কর্মসূচি নিয়ে আলোচনা হতো।