সারা দেশে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বৈরি ভাব বিরাজ করলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপি ও আওয়ামী লীগপন্থী শিক্ষকরা ভাই ভাই সম্পর্ক বজায় রেখেছেন।
জাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের ৯টি পদের বিপরীতে কোন বিএনপিপন্থী শিক্ষক এবং বিএনপিপন্থী শিক্ষকদের ৬টি পদে কোন আওয়ামী লীগপন্থী শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলেই নির্বাচিত হয়েছেন।
জাবির শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ ২০১৫ এর নির্বাচনে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন সভাপতি এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সভাপতি সম্পাদকসহ সবকটি পদে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় কোন পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৫টি পদেই প্রার্থীগণকে তাদের পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এছাড়া নাজমুল আলম সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এ এস এম আবু দায়েন, যুগ্ম সম্পাদক মুহম্মদ নজরুল ইসলাম এবং সদস্য হিসেবে অজিত কুমার মজুমদার, অসিত বরণ পাল, এস এম বদিয়ার রহমান, ফরিদ আহমেদ, বসির আহমেদ, মো: আনোয়ার খসরু পারভেজ, মোহাম্মদ কামরুল আহসান, মো: শরিফ উদ্দিন, মো: শামসুল আলম ও অধ্যাপক ড. রাশেদা আখতার নির্বাচিত হয়েছেন।
উল্লেখিত ফলাফলের ১৫টি পদের মধ্যে সভাপতি সহ মোট ৯টি পদে আওয়ামীপন্থী শিক্ষক এবং সাধারণ সম্পাদক সহ মোট ৬টি পদে বিএনপিপন্থী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. খবির উদ্দিন বলেন, শিক্ষা-গবেষণাসহ নানা দিক থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। শীর্ষনিউজ।