Search
Close this search box.
Search
Close this search box.

tarek photo_48918বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিম ওয়ায়েজ কুরনী খান আদেশ দেন।

chardike-ad

হকার্স লীগের সভাপতি আব্দুল মান্নান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় তারেক রহমানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও নাটোরে চারটি মামলা হয়। এর মধ্যে ঢাকায় মানহানির অভিযোগে দায়ের করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

উল্লেখ, বিজয় দিবস উপলক্ষে গত সোমবার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলেন।