বাংলাদেশীদের একটি বিশাল অংশ প্রবাসে বসবাস করছে। অনেক কষ্ট সহ্য করে পরিবার এবং দেশের জন্য অকাতরে পরিশ্রম করে যাচ্ছে প্রবাসীরা। অথচ প্রবাসীদের জন্য আলাদা তেমন সুযোগ সুবিধা নেই। প্রবাসীদের জন্য আলাদা টেলিভিশন চ্যানেল এখন সময়ের দাবি। আজ সিউলে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিসিকে সভাপতি আবুবকর সিদ্দিক রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ এনামুল কবীর। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিকে’র নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এম জামান সজল। সভা পরিচালনা করেন বিসিকে নির্বাহী কমিটির সদস্য মোঃ আল আমিন।
সিউল ইথেউওনের বম্বে রেস্টুরেন্টের বলরুমে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর খন্দকার মাসুদুল ইসলাম, প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া, বিসিকে উপদেষ্ঠা আমির হোসেন মুরাদ, আরশাদ আলম বিকি, বিসিকে নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন এবং সরওয়ার কামাল।