মালয়েশিয়ান সরকার বিভিন্ন দেশের কয়েক লাখ প্রবাসী শ্রমিকের বৈধতার মেয়াদ এক বছর বাড়িয়েছে। শুক্রবার সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অস্থায়ী মহাসচিব দাতুক আলুই ইব্রাহিম এ মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেন। এ ঘোষণা শনিবার থেকেই কার্যকর হয়েছে। ফলে অন্তত এক লাখ ২০ হাজার বিদেশী শ্রমিককে জানুয়ারি মাসে মালয়েশিয়া ছেড়ে যেতে হচ্ছে না। এর মধ্যে রয়েছেন বাংলাদেশী শ্রমিকরাও।
মালয়েশিয়ার জাতীয় দৈনিক দ্য স্টার অনলাইন শনিবার এ তথ্য দিয়েছে। দৈনিকটির মতে, নির্মাণ মালিক সমিতি মাস্টারবিল্ডার অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার দাবি মেনে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদির উত্থাপিত এ সংক্রান্ত প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করেছে দেশটির সংসদ।মালয়েশিয়ায় কর্মরত ২০১১ সালে বৈধতা পাওয়া বিদেশী সব শ্রমিকের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।
এ খবরে বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিশেষ করে লাখো বাংলাদেশী শ্রমিককে অবৈধ হিসেবে আর দেশে ফিরে যেতে হচ্ছে না। অবসান ঘটছে বিরাজমান অনিশ্চয়তা, হতাশা, আতংক আর মানবেতর জীবনযাপনের।মালয়েশিয়ায় বিভিন্ন খাতে বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশী শ্রমিক কর্মরত।