Search
Close this search box.
Search
Close this search box.

pakistan-vs-newzealand২-২ ব্যবধানে সমতায় ওয়ানডে সিরিজ। তাই শেষ ম্যাচটি ফাইনালে রূপ নেয়। সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ৬৮ রানে হেরেছেন তারা। আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৪ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে। জবাবে ৪৩.৩ ওভারে ২০৭ রানে পাকিস্তানের ইনিংস গুঁটিয়ে যায়।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন কেন উইলিয়ামসন। আগের ম্যাচে শতকের দেখা পেলেও শুক্রবার মাত্র ৩ রানের জন্যে শতক বঞ্চিত হন তিনি। ১১৯ বলে ৮ বাউন্ডারিতে ইনিংসটি সাজান তিনি। এ ছাড়া টেইলর ৮৮ ও ব্রাউনলি ৩৪ রান করেন। শেষ দিকে লাথাম ২২ ও রঞ্চি ১৬ রান করেন।

chardike-ad

পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইরফান ৬২ রানে ২ উইকেট নেন। ১টি উইকেট নেন জুলফিকার বাবর ও শহিদ আফ্রিদি।

২৭৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে নিউ জিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি দূর এগোতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০৭ রানে তাদের ইনিংস শেষ হয়। দলের হয়ে আহমেদ শেহজাদ ৫৪ ও হ্যারিস সোহেল করেন ৬৫ রান। ইউনুস খান ১২ ও শহিদ আফ্রিদি মাত্র ১৩ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নেন হেনরি। ৯ ওভারে ৩০ রানে ৫টি উইকেট নেন ডানহাতি এই পেসার। এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।