কুয়েতের একটি শপিং মলে গোপনে নারীদের পিছু নিয়ে ছবি তোলার অভিযোগে দেশটি থেকে বহিষ্কৃত হয়েছেন এক বাংলাদেশি। কুয়েত টাইমস–এর খবরে গতকাল রোববার এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত ফারওয়ানিয়া নিরাপত্তা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আল-ইনেজি ওই বাংলাদেশিকে ডিপোর্টেশন সেন্টারে (কোনো দেশ থেকে ফেরত পাঠানোর আগে যেখানে রাখা হয়) পাঠান। তবে ওই ব্যক্তির নাম বা বিস্তারিত আর কিছু জানানো হয়নি।