তীব্র সমালোচনার মুখে অবশেষে হ্যাপি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে বাধ্য হলেন। এখন তার ফেসবুক পেজে প্রবেশ করলে ‘সোরি দিস পেজ ইজ নট অ্যাভাইলেবল। দ্য লিংক ইউ ফলৌড মে বি ব্রোকেন, অর দ্য পেজ মে হ্যাভ বিন রিমুভ্ড।’
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হ্যাপি তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন।
ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট প্রসঙ্গে হ্যাপি জানান, তার ফেসবুক পেজে ঢুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কমেন্টস পোস্ট করা হচ্ছে। এদের কেউ কেউ খারাপ কমেন্টস করছেন। আর সেই কমেন্টসগুলো দিয়ে কিছু কিছু মিডিয়া আবার নিউজ করছে। যা তাকে বিব্রত করেছে। তাই তিনি আপাতত ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর মিরপুর থানায় রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার পর থেকেই হ্যাপির ফেসবুক পেজে বিভিন্ন ধরনের কমেন্টস আসা শুরু করে। এদের মধ্যে কেউ ভালো কমেন্টস করেছেন, আবার কেউ খারাপ কমেন্টসও করেছেন।