সামাজিক যোগাযোগের জন্য আসছে নতুন প্ল্যাটফর্ম ‘বিজয়বুক’। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ ও মাইক্রো ব্লগিংয়ের জন্য ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বিজয়বুক।
আগামীকাল মঙ্গলবার বিজয় দিবসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বিজয়বুক। এদিন নতুন এ সামাজিক যোগাযোগ মাধ্যমের আরো নতুন নতুন ফিচার উদ্বোধন করা হবে।
বিজয়বুকের প্রতিষ্ঠাতা ও হেড অব অপারেশন বিজয় দত্ত বলেন, ‘সাইটটিতে ফেইসবুক-টুইটার মতো বৈচিত্রপূর্ণ ফিচার যুক্ত করা হবে। যেমন, মোবাইল বিজয়বুক, সার্চ (খোঁজা), কেনাকাটা, বিনোদন ইত্যাদি।’
বাংলাদেশের ব্যবহারকারীরা সাইটিতে বেশি সুবিধা পাবেন বলে জানান বিজয় দত্ত।
বিজয়বুক সাইটের ঠিকানা : bijoybook.com