Search
Close this search box.
Search
Close this search box.

donarটিমোথি ডোনার। নামটি এখন ইতিহাস। ২৩টি ভাষায় পণ্ডিত্য অর্জন করে ইতহাসের জীবন্ত কিংবদন্তিদের পাতায় নাম লিখিয়েছেন টিমোথি ডোনার।
বিশ্বের অধিকাংশ মানুষ যেখানে মাতৃভাষা বাদে দ্বিতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জনেই হিমশিম খান, সেখানে ২৩টি ভাষায় দক্ষতা অর্জন নিঃসন্দেহে গৌরবের, অহংকারের।

চমক আরো আাছে। আমেরিকার নিউ ইয়র্কের বাসিন্দা টিমোথি ডোনারের বয়স মাত্র ১৬ বছর। একটু ঘুরিয়ে বললে,টিমোথি তার ১৬ বছরের জীবনে প্রতি বছর গড়ে দেড়টি ভাষা আয়ত্ত করেছেন। ধন্য টিমোথির জীবন, সার্থক তার জন্ম।

chardike-ad

হিব্রু-আরবি থেকে সোয়াহিরি-চাইনিজসহ ২৩টি ভাষায় হরদম কথা বলতে পারেন টিমোথি। এ জন্য টিমোথি কৌতুক করে নিজেকে ‘ভাষার বাগান’ বলে অভিহিত করে থাকেন।

কৌতুক হলেও তা যে অহেতুক নয় তা সহজেই অনুমেয়। সবকিছু ছাপিয়ে আর যে বিষয়টি সবাইকে বিমোহিত করে তা হল, নিজের প্রচেষ্টায় টিমোথি এসব ভাষা শিখেছেন।

টিমোথি বলেছেন, ভাষা শিখতে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। যেমন হিব্রু শিখতে তিনি ইসরাইলি মিউজিক্যাল ড্যান্সের অ্যালবাম শুনতেন।

টিমোথি আর যেসব দক্ষতা অর্জন করেছেন তার মধ্যে ফরাসি, ল্যাটিন, গ্রিক, মান্দারিন, জাপানি, আরবি, ফারসি, পশতু ও হিন্দি অন্যতম। যদিও কিছু ভাষা বলার সময় তার মধ্যে কিছুটা জড়তা কাজ করে এই  যা।– ডেইলি মেইল।