সৌদি আরবের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা নারীদের জন্য নিষিদ্ধ। এরপরও এক নারী আইন ভেঙ্গে খেলা দেখতে আসায় তাকে আটক করেছে পুলিশ।
জেদ্দার জনপ্রিয় ফুটবল দল আল শাবাব ও আল ইতিহাদ দলের খেলা দেখতে শুক্রবার সেখানকার আল-জাওহারা স্টেডিয়ামে এসেছিলেন ওই নারী।
এক খবরে রোববার সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজ জানিয়েছে, স্টেডিয়ামে ওই নারী পুরুষের পোশাক পরে এসেছিলেন। নিজেকে লুকিয়ে রাখতে তিনি মাথা ঢেকে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের চোখ এড়াতে পারেননি।
প্রিয় দলের খেলা দেখার জন্য ওই নারী অনলাইনে টিকেট কিনেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ফুটবল ম্যাচ চলার সময় এক নিরাপত্তাকর্মীর নজরে আসে বিষয়টি। অনেকক্ষণ লক্ষ করার পর তিনি যে একজন নারী তা নিশ্চিত হন তিনি। সঙ্গে সঙ্গে ওই দর্শককে আটক করে সোজা থানায় পাঠিয়ে দেন। মুহূর্তেই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে গ্রেপ্তার ওই নারীর ছবি।