বাংলাদেশে জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলা তুলে নেয়ার ঘোষনা দিয়েছেন নায়িকা নাজনীন আক্তার হ্যাপী।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে মিরপুর থানায় এসে হ্যাপী সাংবাদিকদের সামনে তার এ শর্তের কথা জানান।
তিনি বলেছেন, রুবেলের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা তুলে নেওয়া হবে। তবে এর জন্য একমাত্র শর্তটি হলো- আমাকে বিয়ে করে তার ঘরে তুলে নিতে হবে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শনিবার বিকেল ৪টা ৫মিনিটে রুবেল হোসেনের বিরুদ্ধে ঢাকার মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন নবাগত অভিনেত্রী নাজনিন আকতার হ্যাপী। এরপরই তাকে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায় পুলিশ।
ওই অভিনেত্রী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি হ্যাপীর।
দেখুন নাজনীন আক্তার হ্যাপীর সাক্ষাতকারটিঃ