সৌদি আরবে পৃথক অপরাধে পাকিস্তান ও ফিলিপাইনের দুই নাগরিকের গলা কেটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রোববার আরব নিউজের এক খবরে জানানো হয়েছে, চলিত সপ্তাহের শেষ দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ নিয়ে দেশটিতে চলতি বছর এভাবে ৮০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হিরোইন চোরাচালানের অপরাধে পাকিস্তানের মহাম্মদ ফায়াদ মহাম্মদ আজমের গত বৃহস্পতিবার এবং এক সৌদিকে হত্যার অপরাধে ফিলিপাইনের কারলেটো লানার শুক্রবার শিরশ্ছেদ করা হয়।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি নাগরিক নাসের আল-ঘাতানিকে গাড়িচাপার পর গুলি করে হত্যার অভিযোগে লানার মৃত্যুদণ্ড দেওয়া হয়।