জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টা ৫ মিনিটে মামলাটি দায়ের করেন নবাগত অভিনেত্রী নাজনিন আকতার হ্যাপী। ঢাকার মিরপুরের মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলাটি দায়ের করেছেন হ্যাপী। মামলা নম্বর ৩৭।
এই অভিনেত্রী অভিযোগ করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি হ্যাপীর।
মামলার বিয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন। এ বিষয়ে রুবেল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়।