বাবরি মসজিদের ওপরই রাম মন্দির গড়ে তোলা উচিত বলে মনে করেন ভারতের উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক। এই মন্তব্যের মাধ্যমে আরেকবার বিতর্কিত হলেন তিনি।
রাম নায়েক বলেন, ‘ভারতবাসীর ইচ্ছা মেনেই’ বাবরি মসজিদের ওপর রাম মন্দির নির্মাণ করা উচিত।
বৃহস্পতিবার ফইজাবাদে আউধ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসে তিনি এমন বিতর্কিত মন্তব্য করেন।
তিনি বলেন, “যত শিগগির সম্ভব রাম মন্দির গড়ে তোলা উচিত। এটাই দেশবাসীর ইচ্ছা। তাদের ইচ্ছা পূরণ করাই সরকারের কর্তব্য।”
এর আগে গত মাসে বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছিলেন নায়েক। তিনি বলেছিলেন, “আগামী ৫ বছরের মধ্যে এই ইস্যুর সমাধান করতে হবে।”
ওই অনুষ্ঠানে রাম নায়েক আরও বলেন, রাম মন্দির ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দিষ্ট পরিকল্পনা নিচ্ছেন।
রাম নায়েকের বৃহস্পতিবারের বক্তব্যের সমালোচনা করে বাবরি মসজিদ ইস্যুতে সবচেয়ে পুরনো মামলাকারী হাসহিম আনসারি বলেছেন, “এ বিষয়ে আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমরা আলোচনার পথে সমাধান চাই। কিন্তু আলোচনার টেবিলে বসার আগে বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে।
তিনি বলেন, বাবরি মসজিদের ধ্বংসের আজ ২২ বছর পূর্ণ হয়েছে; কিন্তু এর সাথে যারা জড়িত ছিলেন তাদের কাউকে এখনও শাস্তি দেওয়া হয়নি।
তথ্যসূত্র: ইন্ডিয়াটুডে।