বিশিষ্ট আইনজীবী ও টক শো ব্যক্তিত্ব ড. তুহিন মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন ছাত্রলীগের এক নেতা। রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মঙ্গলবার দুপুরে মামলাগুলো দায়ের করা হয়।
মেট্রোপলিটন মেজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলাগুলো দায়ের করেন ছাত্রলীগের উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী। বিচারক দুটি মামলা গ্রহণ করে শাহবাগ থানাকে তদন্তের পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলাগুলোতে বাদী আসামির বিরুদ্ধে অভিযোগ করেন, গত ৩০ নভেম্বর ইস্ট লন্ডনের ওয়াটারলিলি গার্ডেন অডিটোরিয়ামে এক বক্তব্যে ড. তুহিন মালিক বলেছেন, ‘ তারা যেভাবে সংবিধানটাকে তাদের নির্বাচনী মেনিফেস্টো এবং দলীয় মেনিফেস্টোতে তৈরি করেছে এবং সেখানে যেভাবে নাস্তিকবাদিতা এবং ধর্মহীনতার বিষয় জুড়ে দেয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে, এর তিনভাগের একভাগ অংশ প্রায় ৫২টির মতো অনুচ্ছেদ, স্পেশাল অনুচ্ছেদ, সবচেয়ে ইমপোর্ট্যান্ট অনুচ্ছেদ কিয়ামত পর্যন্ত, বাংলাদেশ যতদিন থাকবে কেউ সংশোধন করতে পারবে না। আইন করা হয়েছে, ৭ ক অনুচ্ছেদে বলে দেয়া হয়েছে, যদি কেউ এমনটা করে কিংবা করার চেষ্টা করে কিংবা সহায়তা করে, প্রত্যেকের মৃত্যুদণ্ডতুল্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। মানে ফাঁসি হয়ে যাবে! তা হলে কী হবে? তা হলে কী হবে? মুজিবের কাহিনী, তার পরিবারের গানা-বাজনা, এইগুলোকে যে বাতিল করতে চাইবে তাদেরও ফাঁসি হবে। তা হলে সংবিধান পরিবর্তন, যতদিন পৃথিবী আছে হবে না। আল হামদুলিল্লাহ। আল্লাহ যা চান মানুষ সেটা হয়তো বুঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা-কিচ্ছুই থাকবে না, ইনশাল্লাহ!’
এই বক্তব্যের কারণে বাদী গোলাম রাব্বানী ক্ষুব্ধ হয়ে দুটি মামলা দায়ের করেন। বাদীর পক্ষে ব্যারিস্টার নাজমুল হাসান চৌধুরী মামলাগুলো দায়ের করেন। নতুনবার্তা।