China-fordপ্রথমবারের মতো চীনে দশ লাখ গাড়ি বিক্রি করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড।

শুক্রবার এক খবরে অটোনিউজ জানিয়েছে, চলতি বছরের প্রথম ১১ মাসে ১০ লাখ ৭ হাজার ৪২৫টি গাড়ি বিক্রি করেছে ফোর্ড, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

chardike-ad

এ সম্পর্কে ফোর্ড মোটর চায়নার প্রধান নির্বাহী জু ললার বলেন, চীনে দশ লাখের মাইলফলক পেরোনো ফোর্ডের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং এর দ্বারা আমাদের উচ্চ মানের, নিরাপদ, জ্বালানি বান্ধব এবং স্মার্ট গাড়ির চাহিদা সহজেই বুঝা যায়।

ফোর্ড জানিয়েছে, বিক্রি বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মন্ডেও কার। চলতি বছর চীনে এ গাড়ির বিক্রি ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে আরেক মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান জিএম চলতি বছর চীনে ফোর্ডের তিনগুণ গাড়ি বিক্রি করেছে।