স্বাধীনতার পদক জয়ী দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই। রোববার রাতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

চিত্রশিল্পী-কাইয়ুম-চৌধুরী-আর-নেইস্বাধীনতার পদক জয়ী শিল্পী কাইয়ুম চৌধুরী আজ রাত ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

chardike-ad

ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বেঙ্গল উৎসবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা এই শিল্পীকে মৃত ঘোষণা করেন ।

আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে তৃতীয় দিনের অনুষ্ঠান শুরুর আগে রাত ৮টা ৪০ মিনিটের দিকে কাইয়ুম চৌধুরী মঞ্চে বক্তৃতা দেয়ার পর হঠাৎ পড়ে মাথায় আঘাত পান ।
আশি বছর বয়সী এই শিল্পীকে সঙ্গে সঙ্গে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

১৯৩৪ সালের ৯ মার্চ ফেনীতে জন্মগ্রহণ করেন কাইয়ুম চৌধুরী । ১৯৫৪ সালে ঢাকা আর্ট কলেজ থেকে তিনি ফাইন আর্টসে ডিগ্রি নেন এবং দেশের অন্যতম এক খ্যাতিমান শিল্পী হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন।

তার মৃত্যুর সংবাদে সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।